কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামুর লম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানেরছড়া রেঞ্জ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পানেরছড়া রেঞ্জেরলম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য পানির পাম্প ব্যবহারের খবর পেয়ে অভিযান চালায়। ওই সময় অভিযানের টের পেয়ে বালু কারবারিরা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পেডরোলো দুই হর্সপাওয়ার সম্মিলিত একটি ওয়াটার পাম্প ,প্রায় ১০০ ফুট লম্বা কালো পানির পাইপ,১২ ফুট লম্বা সবুজ রঙের নলি পাইপ এবং প্রায় ২০ ফুট লম্বা সাদা পাইপ জব্দ করা হয়। এই সব মালামাল পানের ছড়া রেঞ্জ এ হেফাজতে নিয়ে আসা হয়।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না এবং এ অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে পানেরছড়া বিটের বিট কর্মকর্তা মো. জলিলুর রহমানসহ অনেকেই নেতৃত্ব দেন।